Tuesday, August 24, 2010
অফিসে/স্কুলে ফেসবুক ব্লক করা থাকলেও তা ব্যবহারের উপায় (how to use facebook if it is blocked in office or school ?) Posted April 4th, 2010 by seoul
অনেক সময়ই দেখা যায় অফিসে বা স্কুলে ফেসবুক সাইটটি ব্লক করে রাখা হয়। এ অবস্হায় যারা ফেসবুক ব্যবহার করতে চান তারা নিচের সাইটগুলি ব্যবহার করে ব্লক থাকা অবস্থাতেও ফেসবুক ব্যবহার করতে পারবেন: * http://www.surfxmatic.info/ * http://centralxy.com/ * http://privatehistory.info/ * http://hidemycomputer.info/ * http://hiddentrack.info/ * http://hidemynetwork.info/ আপনাদের যা করতে হবে তা হল উপরের যেকোন একটি সাইটে যেয়ে facebook.com লিখে হবে শুধু। এরপর ফেসবুক সাইটটি আসবে, স্বাভাবিকভাবেই এরপর ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করুন। তবে মনে রাখবেন এগুলি প্রক্সি সাইট কিন্তু আপনার পাসওয়ার্ড আপনার অজান্তেই কপি করে রাখতে পারে যা আপনার জন্যে পরে সমস্যার কারণ হতে পারে।তাই আমি যা বলব, তা হল: portable tor browser ব্রাউজারটি ব্যবহার করুন। এটি ফায়াফক্স ব্রাউজার দিয়ে তৈরী করা এবং এটা নিরাপদ প্রক্সি ব্যবহার করে যারা কখনোই আপনার কোন ডাটা আপনার অনুমতি ছাড়া সেভ করে রাখবে না সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর এটা পোরটেবল হওয়াতে পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ডডিস্ক বা এরকম যেকোন ফ্ল্যাশ ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন :) ইনস্টলের কোন ঝামেলাই নেই। এর ডাউনলোড লিংক: http://sourceforge.net/projects/portabletor/এখানে ভাবছেন প্রক্সি মানে কি ?? প্রক্সি মানে হল কোন একটি জায়গায় যাওয়ার জন্যে নিজের মত করে কোন একটা পথকে পাল্টে নেয়া নিজের সুবিধা মতে। যেমন ধরুন, আপনি ঢাকা থেকে রংপুর যাবেন (আপনি ফেসবুক ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে)। এখন যদি “ঢাকা-রংপুর সরাসরি হাইওয়ে”-তে ধর্মঘট চলে তাহলে আপনি সেই পথে যেতে পারবেন না (আপনার কম্পিউটারে ফেসবুক ব্লক করা থাকলে সে সাইট ওপেন করতে পারবেন না)। কিন্তু এরপরেও ঢাকা থেকে রংপুর যাওয়া যাবে যদি আপনি ঢাকা থেকে প্রথমে বগুড়া গেলেন, এরপর বগুড়া থেকে রংপুরে গেলেন, কেউই কিন্তু আপনাকে ঢাকা-বগুড়া কিংবা রংপুর-বগুড়া পথে আটকাবে না কারণ এটা “ঢাকা-রংপুর সরাসরি হাইওয়ে” নয় কিংবা এটাকেও ব্যবহার করছে না (প্রক্সি হল এই ঢাকা-বগুড়া ও বগুড়া-রংপুর হাইওয়ে ব্যবহারের উপায়, যেখানে আপনি অন্য কোন সোর্স ব্যবহার করে এমন একটা সাইটের ডাটা নিয়ে আসবেন যে সাইটের ডাটা সরাসরি নিয়ে আসা সম্ভব নয়। প্রক্সি আপনার ও সেই সাইট উভয়ের কাছেই ব্লক নয় জন্যে এই জিনিসটা কাজ করবে)। এখানে বগুড়ার সাথে রংপুর ও ঢাকা’র সংযোগ সড়কটাকে প্রক্সি বলে কল্পনা করতে পারে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment